কনটেন্ট রাইটিং সার্ভিস

প্রতি মাসে মাত্র - ৯৯০ টাকায়!!!

বর্তমান অনলাইন বিজনেস এ কনটেন্ট ই অর্ডিয়েন্স টার্গেটিং। আপনার কনটেন্ট যত ভালো ও প্রোফেশনাল হবে ডিজিটাল প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুক এটিকে বেশী বেশী অর্ডিয়েন্সের নিকট পৌছে দিবে। আপনার বিজনেস পেইজে যত ভিজিটর আসবে তারা শুধু প্রোডাক্ট বা মূল্য দেখবে না তারা দেখবে আপনার পেইজের কনটেন্ট। কনটেন্ট আপনার অর্ডিয়েন্সকে বিশ্বস্ত করে তুলবে আপনার বিজনেসের প্রতি।

আমি কাজ করছি কনটেন্ট রাইটিং সার্ভিস নিয়ে। আপনার বিজনেসে আমি যেভাবে মূল্যবান কনটেন্ট প্রদান করবো তা একটি লিস্ট আকারে দিচ্ছি।

প্রতি মাসে অর্থাৎ প্রতি ৩০ দিনের কার্যক্রমঃ-

  • পেইজ অডিট ও প্রয়োজনীয় সংশোধন করা।
  • ৩০টি অথেনটিক পোস্ট প্রদান করা হবে। Informative, Poll, Image পোস্ট থাকবে।
  • ১০টি রিলস সাধারণ ভিডিও, যা আপনার পণ্যের একটি ন্যাচারাল ভিউ থাকবে।
  • ১০টি গ্রুপে প্রতি ৩ দিন পরপর একটি করে পোস্ট করা। শেয়ার নয় সরাসরি পোস্ট।
  • পেইজ ইনসাইট নিয়মিত চেক করা ও সেই অনুযায়ী পোস্ট কনটেন্ট সাজানো।
  • বিজনেস ব্র্যান্ড ও মার্কেটিং পরামর্শ প্রদান করা।

ফেসবুক পোস্ট ডিজাইনঃ-

Thumb Thumb Thumb

এই চুক্তি শুধু প্রথম ২ মাসের জন্য। এরপর কাজের অবস্থা বুঝে নতুন চুক্তি হতে পারে অথবা চুক্তি বাতিল হতে পারে।